Madhyamik Geo Chapter-II MCQ Part-III
বহুবিকল্পভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) – তৃতীয় পর্ব
ভূগোলিকা-Bhugolika -এর ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগের উদ্দেশ্য হল ভূগোল বিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। এই বিভাগে মাধ্যমিক পাঠ্যসূচি অনুসারে, ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক সমস্ত রকম প্রশ্নোত্তর আলোচনা করা হয়। মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় : বায়ুমন্ডল -এর বহুবিকল্পভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) ৫ টি পর্বে আলোচনা করা হল। তৃতীয় পর্ব : Madhyamik Geo Chapter-II MCQ Part-III । এই পর্বে রয়েছে দ্বিতীয় অধ্যায় : বায়ুমন্ডল -এর নির্বাচিত ৫০ টি বহুবিকল্পভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন (MCQ) ও উত্তর।
(১০১) গ্রিনহাউস ধারণাটি প্রথম দিয়েছিলেন —
(ক) জে. ফ্যুরিয়ার (খ) এন. জি. একহোম
(গ) এস. আরহেনিয়াস (ঘ) জে. টিন্ডাল
উত্তর : (ক) জে. ফ্যুরিয়ার।
(১০২) গ্রিনহাউস (Greenhouse Effect) শব্দবন্ধটি প্রথম ব্যবহার করেন —
(ক) এন. জি. একহোম (খ) জে. ফ্যুরিয়ার
(গ) এস. আরহেনিয়াস (ঘ) জে. টিন্ডাল
উত্তর : (গ) এস. আরহেনিয়াস।
(১০৩) গ্রিনহাউস এফেক্টের কারণে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির ঘটনাকে বলে —
(ক) বিশ্ব উষ্ণায়ন (খ) জলবায়ু পরিবর্তন
(গ) বিশ্ব শীতলীকরণ (ঘ) সবুজ ঘর প্রভাব
উত্তর : (ক) বিশ্ব উষ্ণায়ন।
(১০৪) বায়ুমন্ডলে তাপশোষক গ্যাসগুলিকে বলে —
(ক) নিস্ক্রিয় গ্যাস (খ) বিষাক্ত গ্যাস
(গ) তেজস্ক্রিয় গ্যাস (ঘ) গ্রিনহাউস গ্যাস
উত্তর : (ঘ) গ্রিনহাউস গ্যাস।
(১০৫) বায়ুমন্ডলে যে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ ও ঘনত্ব সর্বাধিক —
(ক) মিথেন (খ) কার্বন-ডাই-অক্সাইড
(গ) অক্সিজেন (ঘ) নাইট্রাস অক্সাইড
উত্তর : (খ) কার্বন-ডাই-অক্সাইড।
(১০৬) বিশ্ব উষ্ণায়নে যে গ্যাসের ভূমিকা সর্বাধিক —
(ক) মিথেন (খ) ক্লোরোফ্লুরোকার্বন
(গ) কার্বন-ডাই-অক্সাইড (ঘ) নাইট্রাস অক্সাইড
উত্তর : (গ) কার্বন-ডাই-অক্সাইড।
(১০৭) বিশ্ব উষ্ণায়নে কার্বন-ডাই-অক্সাইডের অবদান —
(ক) ৩৫% (খ) ৪৯%
(গ) ৭৫% (ঘ) ৯০%
উত্তর : (খ) ৪৯%।
(১০৮) কোন গ্রিনহাউস গ্যাসের উষ্ণকরণ ক্ষমতা সবচেয়ে বেশি —
(ক) মিথেন (খ) কার্বন-ডাই-অক্সাইড
(গ) ক্লোরোফ্লুরোকার্বন (ঘ) নাইট্রাস অক্সাইড
উত্তর : (গ) ক্লোরোফ্লুরোকার্বন।
(১০৯) ক্লোরোফ্লুরোকার্বন গ্যাসের একটি উৎস হল —
(ক) রেফ্রিজারেটর (খ) অগ্ন্যুৎপাত
(গ) জলাভূমি (ঘ) তাপবিদ্যুৎ কেন্দ্র
উত্তর : (ক) রেফ্রিজারেটর।
(১১০) কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের প্রধান উৎস হল —
(ক) কলকারখানা (খ) তাপবিদ্যুৎ কেন্দ্র
(গ) অগ্ন্যুৎপাত (ঘ) জলাভূমি
উত্তর : (খ) তাপবিদ্যুৎ কেন্দ্র।
(১১১) মিথেন গ্যাসের একটি উৎস —
(ক) অগ্ন্যুৎপাত (খ) তাপবিদ্যুৎ কেন্দ্র
(গ) রেফ্রিজারেটর (ঘ) ধানক্ষেত
উত্তর : (ঘ) ধানক্ষেত।
(১১২) কার্বন-ডাই-অক্সাইডের চেয়ে জলীয় বাষ্পের বায়ু উষ্ণকরণ ক্ষমতা বেশি —
(ক) ৫ গুণ (খ) ৮ গুণ
(গ) ২০ গুণ (ঘ) ৫০ গুণ
উত্তর : (ক) ৫ গুণ।
(১১৩) পৃথিবীর সর্বাধিক পরিমাণ গ্রিনহাউস গ্যাস উৎপাদনকারী দেশ —
(ক) ভারত (খ) আমেরিকা যুক্তরাষ্ট্র
(গ) চিন (ঘ) নেদারল্যান্ড
উত্তর : (গ) চিন।
(১১৪) গ্রিনহাউস গ্যাস উৎপাদনে বিশ্বে ভারতের স্থান —
(ক) প্রথম (খ) দ্বিতীয়
(গ) তৃতীয় (ঘ) চতুর্থ
উত্তর : (গ) তৃতীয়।
(১১৫) শিল্পবিপ্লব কাল থেকে বর্তমান সময় পর্যন্ত পৃথিবীর গড় উষ্ণতা বেড়েছে —
(ক) ১.৫° সেলসিয়াস (খ) ২.০° সেলসিয়াস
(গ) ২.৫° সেলসিয়াস (ঘ) ৩.০° সেলসিয়াস
উত্তর : (ক) ১.৫° সেলসিয়াস।
(১১৬) গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসে কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয় —
(ক) ১৯৯৫ সালে (খ) ১৯৯৭ সালে
(গ) ১৯৯৯ সালে (ঘ) ২০০১ সালে
উত্তর : (খ) ১৯৯৭ সালে।
(১১৭) মাথাপিছু গ্রিনহাউস গ্যাস উৎপাদনে বিশ্বে যে দেশ প্রথম —
(ক) ভারত (খ) চিন
(গ) রাশিয়া (ঘ) কাতার
উত্তর : (ঘ) কাতার।
(১১৮) গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয় —
(ক) ২০১১ সালে (খ) ২০১৩ সালে
(গ) ২০১৫ সালে (ঘ) ২০১৭ সালে
উত্তর : (গ) ২০১৫ সালে।
(১১৯) এল নিনো শব্দটির অর্থ —
(ক) দুরন্ত বালক (খ) শান্ত বালিকা
(গ) উত্তাল সমুদ্র (ঘ) ঝড়-ঝঞ্ঝা
উত্তর : (ক) দুরন্ত বালক।
(১২০) লা নিনা শব্দটির অর্থ —
(ক) দুরন্ত বালক (খ) প্রবল জলোচ্ছ্বাস
(গ) উতাল সমুদ্র (ঘ) ছোট্ট মেয়ে
উত্তর : (ঘ) ছোট্ট মেয়ে।
(১২১) যে মহাসাগরে এল নিনো দেখা যায় —
(ক) দক্ষিণ-পূর্ব প্রশান্ত মহাসাগর (খ) উত্তর আটলান্টিক মহাসাগর
(গ) পশ্চিম ভারত মহাসাগর (ঘ) উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগর
উত্তর : (ক) দক্ষিণ-পূর্ব প্রশান্ত মহাসাগর।
(১২২) এল নিনো ঘটে —
(ক) ২-৭ বছর অন্তর (খ) ৫-১০ বছর অন্তর
(গ) ১-২ বছর অন্তর (ঘ) ৮-২২ বছর অন্তর
উত্তর : (ক) ২-৭ বছর অন্তর।
(১২৩) দক্ষিণ-পূর্ব প্রশান্ত মহাসাগরে অস্থির, উষ্ণ সমুদ্রস্রোত হল —
(ক) লা নিনা (খ) লা নাদা
(গ) এল নাদা (ঘ) এল নিনো
উত্তর : (ঘ) এল নিনো।
(১২৪) দক্ষিণ-পূর্ব প্রশান্ত মহাসাগরে স্বাভাবিকের চেয়ে শীতল সমুদ্রস্রোত হল —
(ক) এল নিনো (খ) লা নিনা
(গ) এল নিনা (ঘ) লা নাদা
উত্তর : (খ) লা নিনা।
(১২৫) দক্ষিণ-পূর্ব প্রশান্ত মহাসাগরে যখন এল নিনো বা লা নিনা কোনোটাই ঘটেনা, সেই অবস্থাকে বলে —
(ক) লা সিয়েন্টো (খ) লা চেলা
(গ) লা নাদা (ঘ) লা ভ্যালে
উত্তর : (গ) লা নাদা।
(Madhyamik Geo Chapter-II MCQ Part-III)
(১২৬) পৃথিবীর প্রমাণ বায়ুচাপ হল —
(ক) ১০১৩.২৫ মিলিবার (খ) ১০১২.২৫ মিলিবার
(গ) ১০১১.২৫ মিলিবার (ঘ) ১০১৪.২৫ মিলিবার
উত্তর : (ক) ১০১৩.২৫ মিলিবার।
(১২৭) যে যন্ত্রের সাহায্যে বায়ুচাপ পরিমাপ করা হয় —
(ক) থার্মোমিটার (খ) হাইগ্রোমিটার
(গ) অ্যানিমোমিটার (ঘ) ব্যারোমিটার
উত্তর : (ঘ) ব্যারোমিটার।
(১২৮) সর্বপ্রথম ব্যারোমিটার উদ্ভাবন করেন —
(ক) নিউটন (খ) টরিসেলি
(গ) গ্যালিলিও (ঘ) জাকুজি
উত্তর : (খ) টরিসেলি।
(১২৯) বায়ুচাপ পরিমাপের একক হল —
(ক) কেলভিন (খ) ডাইন
(গ) ফারেনহাইট (ঘ) মিলিবার
উত্তর : (ঘ) মিলিবার।
(১৩০) ব্যারোমিটারের ১ ইঞ্চি পারদের চাপ সমান —
(ক) প্রায় ৩৪ মিলিবার (খ) প্রায় ৪৭ মিলিবার
(গ) প্রায় ৫৯ মিলিবার (ঘ) প্রায় ৬৬ মিলিবার
উত্তর : (ক) প্রায় ৩৪ মিলিবার।
(১৩১) যে উচ্চতা বৃদ্ধিতে ১ ইঞ্চি হারে বায়ুচাপ হ্রাস পায়, তা হল —
(ক) ১৫৭ মিটার (খ) ২০৯ মিটার
(গ) ২৭৪ মিটার (ঘ) ৩১১ মিটার
উত্তর : (গ) ২৭৪ মিটার।
(১৩২) সমুদ্রপৃষ্ঠ থেকে যে উচ্চতায় বায়ুচাপ অর্ধেক হয় —
(ক) ৩ কিমি (খ) ৬ কিমি
(গ) ৯ কিমি (ঘ) ১২ কিমি
উত্তর : (খ) ৬ কিমি।
(১৩৩) যে ঋতুতে বায়ুচাপ সর্বাধিক থাকে —
(ক) শীত (খ) গ্রীষ্ম
(গ) শরৎ (ঘ) হেমন্ত
উত্তর : (ক) শীত।
(১৩৪) যে ঋতুতে বায়ুচাপ সর্বনিম্ন হয় —
(ক) শীত (খ) হেমন্ত
(গ) শরৎ (ঘ) গ্রীষ্ম
উত্তর : (ঘ) গ্রীষ্ম।
(১৩৫) সমচাপ রেখার মান সবচেয়ে কম হয় —
(ক) মেরু অঞ্চলে (খ) নাতিশীতোষ্ণ অঞ্চলে
(গ) নিরক্ষীয় অঞ্চলে (ঘ) উপমেরু অঞ্চলে
উত্তর : (গ) নিরক্ষীয় অঞ্চলে।
(১৩৬) সমচাপ রেখার মান সবচেয়ে বেশি হয় —
(ক) নিরক্ষীয় অঞ্চলে (খ) নাতিশীতোষ্ণ অঞ্চলে
(গ) মেরু অঞ্চলে (ঘ) উপমেরু অঞ্চলে
উত্তর : (খ) নাতিশীতোষ্ণ অঞ্চলে।
(১৩৭) পৃথিবীতে বায়ুচাপ বলয়ের সংখ্যা —
(ক) ৪ টি (খ) ৫ টি
(গ) ৬ টি (ঘ) ৭ টি
উত্তর : (ঘ) ৭ টি।
(১৩৮) পৃথিবীতে নিম্নচাপ বলয় রয়েছে —
(ক) ২ টি (খ) ৩ টি
(গ) ৪ টি (ঘ) ৫ টি
উত্তর : (খ) ৩ টি।
(১৩৯) পৃথিবীতে উচ্চচাপ বলয় রয়েছে —
(ক) ২ টি (খ) ৩ টি
(গ) ৪ টি (ঘ) ৫ টি
উত্তর : (গ) ৪ টি।
(১৪০) যে বায়ুচাপ বলয় ডোলড্রাম নামে পরিচিত —
(ক) নিরক্ষীয় নিম্নচাপ বলয় (খ) কর্কটীয় উচ্চচাপ বলয়
(গ) মকরীয় উচ্চচাপ বলয় (ঘ) সুমেরুদেশীয় উচ্চচাপ বলয়
উত্তর : (ক) নিরক্ষীয় নিম্নচাপ বলয়।
(১৪১) অশ্ব অক্ষাংশের বিস্তৃতি হল —
(ক) ১০°-২৫° উত্তর (খ) ২৫°-৩৫° দক্ষিণ
(গ) ২৫°-৩৫° উত্তর (ঘ) ১০°-২৫° দক্ষিণ
উত্তর : (গ) ২৫°-৩৫° উত্তর।
(১৪২) যে বায়ুচাপ বলয়ে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু মিলিত হয় —
(ক) নিরক্ষীয় নিম্নচাপ বলয় (খ) কর্কটীয় উচ্চচাপ বলয়
(গ) মকরীয় উচ্চচাপ বলয় (ঘ) সুমেরুদেশীয় উচ্চচাপ বলয়
উত্তর : (ক) নিরক্ষীয় নিম্নচাপ বলয়।
(১৪৩) কোরিওলিস বলের মান সবচেয়ে কম —
(ক) নিরক্ষরেখাতে (খ) উত্তর মেরুতে
(গ) দক্ষিণ মেরুতে (ঘ) উপক্রান্তীয় অঞ্চলে
উত্তর : (ক) নিরক্ষরেখাতে।
(১৪৪) কোরিওলিস বলের মান সবচেয়ে বেশি —
(ক) নিরক্ষরেখাতে (খ) কর্কটক্রান্তি রেখাতে
(গ) মকরক্রান্তি রেখাতে (ঘ) উভয় মেরুতে
উত্তর : (ঘ) উভয় মেরুতে।
(১৪৫) বাইস ব্যালটের সূত্র প্রকাশিত হয় —
(ক) ১৮৫৫ সালে (খ) ১৮৫৭ সালে
(গ) ১৮৫৯ সালে (ঘ) ১৮৬১ সালে
উত্তর : (খ) ১৮৫৭ সালে।
(১৪৬) ফেরেলের সূত্র প্রকাশিত হয় —
(ক) ১৮৫১ সালে (খ) ১৮৫৩ সালে
(গ) ১৮৫৫ সালে (ঘ) ১৮৫৭ সালে
উত্তর : (গ) ১৮৫৫ সালে।
(১৪৭) বায়ুপ্রবাহের দিক পরিমাপ করে —
(ক) বাত পতাকা (খ) হাইগ্রোমিটার
(গ) অ্যানিমোমিটার (ঘ) ব্যারোগ্রাম
উত্তর : (ক) বাত পতাকা।
(১৪৮) অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় —
(ক) বায়ুর উষ্ণতা (খ) বায়ুর চাপ
(গ) বায়ুর গতিবেগ (ঘ) বায়ুর আর্দ্রতা
উত্তর : (গ) বায়ুর গতিবেগ।
(১৪৯) বায়ুর শক্তি নির্ণয় করে —
(ক) বিউফোর্ট স্কেল (খ) রিখটার স্কেল
(গ) ফুজিটা স্কেল (ঘ) মার্কনি স্কেল
উত্তর : (ক) বিউফোর্ট স্কেল।
(১৫০) বায়ুর গতিবেগের একক হল —
(ক) মিলিবার (খ) নিউটন
(গ) ডাইন (ঘ) নট
উত্তর : (ঘ) নট।
(Madhyamik Geo Chapter-II MCQ Part-III)
উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস [XI : Semester-II]
Pingback: Madhyamik Geo Chapter-II MCQ Part-V - ভূগোলিকা-Bhugolika
Pingback: Madhyamik Geo Chapter-II MCQ Part-IV - ভূগোলিকা-Bhugolika