Thursday, October 9, 2025

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

প্রথম অধ্যায় : বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

Madhyamik Geo Chapter-I SAQ Part-II

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) দ্বিতীয় পর্ব

ভূগোলিকা-Bhugolika -এর ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগের উদ্দেশ্য হল ভূগোল বিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। এই বিভাগে মাধ্যমিক পাঠ্যসূচি অনুসারে, ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক সমস্ত রকম প্রশ্নোত্তর আলোচনা করা হয়। মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় : বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ -এর অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) ৪ টি পর্বে আলোচনা করা হল। দ্বিতীয় পর্ব : Madhyamik Geo Chapter-I SAQ Part-II । এই পর্বে রয়েছে প্রথম অধ্যায় : বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ -এর নির্বাচিত ৫০ টি অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) এবং উত্তর।

Madhyamik Geo Chapter-I SAQ Part-II

(৫১) কোন জলবিভাজিকা উত্তর ও দক্ষিণ ভারতের নদী ব্যবস্থাকে পৃথক করেছে?
উত্তর : বিন্ধ্য পর্বত।
(৫২) নদীতে জলপ্রবাহ পরিমাপের একক কি?
উত্তর : কিউসেক/কিউমেক।
(৫৩) গঙ্গা নদী কোথায় সমভূমিতে প্রবেশ করেছে?
উত্তর : হরিদ্বার।
(৫৪) কে ষষ্ঠঘাতের সূত্র দিয়েছিলেন?
উত্তর : বিজ্ঞানী হপকিনস্।
(৫৫) নদীর গতিবেগ দ্বিগুণ হলে, বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায়?
উত্তর : ৬৪ গুণ।
(৫৬) সমভূমিতে নদীর আঁকাবাঁকা গতিপথ কি নামে পরিচিত?
উত্তর : মিয়েন্ডার।
(৫৭) নদীর কোন গতিতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ গড়ে ওঠে?
উত্তর : মধ্য ও নিম্নগতি।
(৫৮) উত্তরপ্রদেশ ও বিহারে অশ্বক্ষুরাকৃতি হ্রদ কি নামে পরিচিত?
উত্তর : তাল বা কোর।
(৫৯) ফানেল আকৃতির চওড়া নদী মোহানা কি নামে পরিচিত?
উত্তর : খাঁড়ি।
(৬০) কোন নদীতে বিশ্বের দীর্ঘতম খাঁড়ি রয়েছে?
উত্তর : ওব নদী (রাশিয়া)।
(৬১) নদী ব-দ্বীপ কোন গ্রিক অক্ষরের মতো দেখতে হয়?
উত্তর : ডেল্টা।
(৬২) একটি ধনুকাকৃতি ব-দ্বীপের উদাহরণ দাও।
উত্তর : নীলনদের ব-দ্বীপ।
(৬৩) একটি তীক্ষ্ণাগ্র বা কাসপেট ব-দ্বীপের উদাহরণ দাও।
উত্তর : টাইবার নদীর বদ্বীপ।
(৬৪) একটি পাখির পা আকৃতি ব-দ্বীপের উদাহরণ দাও।
উত্তর : মিসিসিপি নদীর ব-দ্বীপ।
(৬৫) পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উত্তর : গাঙ্গেয়-ব্রহ্মপুত্র ব-দ্বীপ।
(৬৬) বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য (বাদাবন) কোনটি?
উত্তর : সুন্দরবন।
(৬৭) সুন্দরবন পশ্চিমবঙ্গের কোন জেলার অন্তর্গত?
উত্তর : দক্ষিণ ২৪ পরগণা।
(৬৮) কত সালে সুন্দরবন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করে?
উত্তর : ১৯৮৭।
(৬৯) কত সালে সুন্দরবন সংরক্ষিত জীবমন্ডল (Biosphere Reserve) গড়ে ওঠে?
উত্তর : ১৯৮৯।
(৭০) সুন্দরবনের সর্বাধিক বিধ্বংসী ঘূর্ণিঝড় কোনটি?
উত্তর : আইলা/আয়লা (২০০৯)।
(৭১) সুন্দরবনের একটি ভ্যানিশিং আইল্যান্ডের উদাহরণ দাও।
উত্তর : ঘোড়ামারা দ্বীপ।
(৭২) সুন্দরবনের কোন দ্বীপ বিশ্বের প্রথম মানব বসতিযুক্ত দ্বীপ হিসেবে ডুবে গেছে?
উত্তর : লোহাচড়া (২০০৬)।
(৭৩) চলমান বরফের স্তূপ কি নামে পরিচিত?
উত্তর : হিমবাহ।
(৭৪) পৃথিবীর কোন অঞ্চলে হিমবাহ দেখা যায়?
উত্তর : উচ্চপার্বত্য ও মেরু অঞ্চল।
(৭৫) পৃথিবীর বৃহত্তম হিমবাহ কোনটি?
উত্তর : ল্যাম্বার্ট (আন্টার্কটিকা)।
(৭৬) পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ কোনটি?
উত্তর : ল্যাম্বার্ট (আন্টার্কটিকা)।
(৭৭) পৃথিবীর বৃহত্তম পার্বত্য বা উপত্যকা হিমবাহ কোনটি?
উত্তর : হুবার্ড (আলাস্কা)।
(৭৮) পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ কোনটি?
উত্তর : মালাসপিনা (আলাস্কা)।
(৭৯) কোনপ্রকার হিমবাহকে আল্পীয় হিমবাহ বা সার্ক হিমবাহ বলে?
উত্তর : পার্বত্য হিমবাহ।
(৮০) ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি?
উত্তর : সিয়াচেন।
(৮১) ভারতের কোথায় সিয়াচেন হিমবাহ অবস্থিত?
উত্তর : লাদাখ।
(৮২) সিয়াচেন কোন প্রকার হিমবাহের উদাহরণ?
উত্তর : পার্বত্য হিমবাহ।
(৮৩) হিমবাহের ওপর আলগা তুষারকণাগুলি কি নামে পরিচিত?
উত্তর : নেভে।
(৮৪) হিমবাহের সুদৃঢ় তুষার কেলাস কি নামে পরিচিত?
উত্তর : ফির্ন।
(৮৫) হিমবাহের সম্মুখ ভাগে জিহ্বার ন্যায় অংশ কি নামে পরিচিত?
উত্তর : স্নাউট।
(৮৬) যে রেখার ওপর সারাবছর তুষার জমে থাকে, তাকে কি বলে?
উত্তর : হিমরেখা।
(৮৭) ভূপৃষ্ঠে স্বাদুজলের বৃহত্তম ভান্ডার কাকে বলে?
উত্তর : হিমবাহ।
(৮৮) হিমবাহ কোন কোন প্রকার ক্ষয়কাজ করে?
উত্তর : উৎপাটন ও অবঘর্ষ।
(৮৯) কে সর্বপ্রথম হিমবাহের শ্রেণীবিভাগ করেন?
উত্তর : বিজ্ঞানী আলমান।
(৯০) কোন প্রকার হিমবাহ ‘আইস শিট’ নামে পরিচিত?
উত্তর : মহাদেশীয় হিমবাহ।
(৯১) মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা কত?
উত্তর : সমুদ্রপৃষ্ঠ (০ মিটার)।
(৯২) সমুদ্রে ভাসমান বিশালাকার বরফের স্তূপ কি নামে পরিচিত?
উত্তর : হিমশৈল।
(৯৩) হিমবাহের ক্ষয়ের ফলে হাতলযুক্ত চেয়ারের ন্যায় ভূমিরূপ কি নামে পরিচিত?
উত্তর : সার্ক বা করি।
(৯৪) সার্ক শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর : বিজ্ঞানী জ্যাঁ শারপেঁতিয়ার (১৮২৩)।
(৯৫) বিশ্বের বৃহত্তম ও গভীরতম সার্ক কোনটি?
উত্তর : ওয়ালকট সার্ক (আন্টার্কটিকা)।
(৯৬) সার্ক বা করির মধ্যভাগে সৃষ্ট হ্রদ কি নামে পরিচিত?
উত্তর : টার্ন হ্রদ।
(৯৭) দুটি সার্কের মধ্যবর্তী তীক্ষ্ণ ও খাড়া শৈলশিরা কি নামে পরিচিত?
উত্তর : এরিটি বা অ্যারেট।
(৯৮) একাধিক সার্কের মধ্যবর্তী সূঁচালো, খাড়া পর্বত কি নামে পরিচিত?
উত্তর : পিরামিড চূড়া বা হর্ন।
(৯৯) আল্পস পর্বতের ম্যাটারহর্ন কোনপ্রকার ভূমিরূপের উদাহরণ?
উত্তর : পিরামিড চূড়া।
(১০০) ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ দাও।
উত্তর : নীলকন্ঠ (উত্তরাখন্ড)।

(Madhyamik Geo Chapter-I SAQ Part-II)

উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস [XI : Semester-I]

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন :
১/২ শব্দের উত্তর (SAQ) প্রথম পর্ব

One thought on “Madhyamik Geo Chapter-I SAQ Part-II

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!